নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): “সবকা সাথ ও সবকা বিকাশই বিজেপির এজেন্ডা”, জোর দিয়ে বললেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়েছেন হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয়ী বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
সংসদ চত্বরে তাঁকে তৃতীয়বার মোদী সরকার প্রসঙ্গে প্রশ্ন করা হয়, সংক্ষিপ্ত উত্তরে কঙ্গনা রানাউত বলেছেন, “সবকা সাথ ও সবকা বিকাশই বিজেপির এজেন্ডা। আর আমরা তা অনুসরণ করে চলব।”