আগরতলা, ৭ জুন: বাপের বাড়ি থেকে নিখোঁজ এক গৃহবধূ। ওই ঘটনাকে ঘিরে কদমতলা থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ মামলা দায়ের করেছেন।
স্বামী সুজিত শুক্লাবৈদ্য জানিয়েছেন, অনেক দিন আগে তাঁর বাড়ি আসাম থেকে দুই সন্তানকে নিয়ে স্বপ্না শুক্লবৈদ্য বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও স্ত্রী শ্বশুরবাড়ি ফিরে যায় নি। হঠাৎ গতকাল তাঁর বাপের বাড়ি থেকে খবর আসে তাঁকে খোঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে আজ শ্বশুরবাড়ি কদমতলায় ছুটে এসেছেন তিনি। সাথো সাথে কদমতলা থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।