আইজল, ৪ জুন (হি.স.) : রাজ্যের শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এই রাজ্যের প্রবণতা রয়েছে, যে দল ক্ষমতায় থাকবে, সেই দলের প্রার্থী লোকসভায় জয়ী হবেন। এই ঐতিহ্য ধরে রেখেই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল জেডপিএম-এর প্রার্থী রিচার্ড ভ্যানলালামংগাইহা।
ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেডপিএম প্রার্থী রিচার্ড ভ্যানলালামংগাইহা ২,০৮,৫৫২ ভোট পেয়ে মিজোরাম আসনে জয়ী হয়েছেন। মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী কে ভানলালভেনাকে ৬৮২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রিচার্ড ভ্যানলালামংগাইহা। ভ্যানলালামংগাইহা মোট ভোট পেয়েছেন ১,৪০,২৬৪টি।
মিজোরাম আসনে কংগ্রেস প্রার্থী লালবিয়াকজামা পেয়েছেন ৯৮৫৯৫ ভোট, বিজেপি প্রার্থী ভ্যানলালহামুয়াকা পেয়েছেন ৩৩৫৩৩ ভোট, নির্দলীয় প্রার্থী লালহরিয়াত্রেঙ্গা চাংতে পেয়েছেন ৪,৭০৬ ভোট, মিজোরাম পিপলস্ কনফারেন্স প্রার্থী রিতা মালসাউমি পেয়েছেন ৩৭৯৩ ভোট। নোটায় ভোট পড়েছে ১,৮৯৩টি।