আগরতলা, ৩ জুন: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে।আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা: রাজা চক্রবর্তী ফলাফলের ঘোষণা দিয়েছেন।
এদিন তিনি বলেন, এবছর জয়েন্ট এন্ট্রাসে মোট ৫৯৭৭ টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে পিসিএম গ্রুপে ২২৬৮জন এবং পিসিবি গ্রুপে ৪৮৬৮ পরীক্ষা দিয়েছিলেন। তিনি জানান, পিসিএম গ্রুপে প্রথম স্থান দখল করেছেন আয়ুষ্কর নাথ। দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ এবং তৃতীয় পার্থসারথি রায় স্থান দখলে সক্ষম হয়েছে। পিসিবি গ্রুপে প্রথম স্থান দখল করেছেন সায়ন মজুমদার। দ্বিতীয় তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় মুখথাঙ্গ দেববর্মা স্থান দখল করেছে।
এদিন তিনি বলেন, এবছর জয়েন্ট এন্ট্রাসে সাধারণ শ্রেণীর ৩৪৭২টি, তপশিলি জনজাতি ১৩৯৮ এবং তপশিলি জাতি শ্রেণীর ১১০৭ টি আবেদন জমা পড়েছিল।

