নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ জুন: সামাজিক অনুষ্ঠান মানেই নিমন্ত্রণ করে জন সমাবেশ ঘটিয়ে মানুষকে খাওয়ানো এবং তার বিনিময়ে নিজেদের প্রশংসা অর্জন করা এই নয়। দীর্ঘদিন যাবত চলে আসা মনোবৃত্তির কিছুটা পরিবর্তন ঘটেছে মানুষের মনে। এখন সমাজ বলতে মানুষ শুধুমাত্র নিজেদেরকে নিয়ে নয় ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবে এগিয়ে চলেছে। যুবরাজনগর বিধানসভা এলাকার প্রভাস দেবনাথ এর ছেলে প্রসেনজিৎ দেবনাথ এর ছোট একমাত্র মেয়ে প্রাণভি দেবনাথ এর ছিল ব্রত। এই অনুষ্ঠানকে সর্বতোভাবে স্বার্থক এবং সমাজের জন্য স্মরণীয় করে রাখতে করা হলো বৃক্ষরোপণ।
এই বৃক্ষ রোপন হয় তিলথৈ গ্রাম পঞ্চায়েতের মহাপ্রভুর বাড়িতে, তিলথৈর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং ধর্মনগর পানিসাগর মূল সড়কের ডান ও বাঁদিকে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জীবনকৃষ্ণ দাস বাবাজি হিসেবে খ্যাত, ডাক্তার অভিজিৎ নাথ হৃদরোগ বিশেষজ্ঞ, এবং ডক্টর কিংকর সিনহা ধর্মনগর মহাবিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা।
যেভাবে প্রসেনজিৎ দেবনাথ এর কন্যা প্রাণভ্রি দেবনাথ এর ব্রত স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়িত্ব নেওয়া হলো তাতে উপস্থিত জনগণ এবং এলাকাবাসীরা আপ্লুত হয়ে পড়েছে।