রাতের আঁধারে গৃহস্তের গোয়াল ঘরে হাত সাফাই করল চোর

আগরতলা, ৩ জুন: গৃহস্তের গোয়াল ঘরে হাত সাফাই করল চোরের দল। রাতের আঁধারে একটি গর্ভবতী গাভী সহ ৩টি গবাদি পশু চুরি করে পালিয়ে যায়। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গবাদি পশু বার করতে গিয়ে চুরি যাওয়ার বিষয়টি নজরে আসে। ওই ঘটনায় লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা কিশোর কুমার বৈরাগীর একটি গর্ভবতী গাভী সহ ৩ টি গবাদি পশু চুরি হয়েছে।সাথে সাথে বামুটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।