নয়াদিল্লি, ২ জুন (হি.স.): একগুচ্ছ দাবি নিয়ে রবিবার নির্বাচন কমিশনে গেল ইন্ডি জোটের নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন সিপিআই-এর ডি রাজা, সিপিআই (এম)-এর সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের সলমন খুরশিদ, অভিষেক মনু সিংভি প্রমুখ। সীতারাম ইয়েচুরি এদিন বলেছেন, “দাবিগুলি ছিল, ২০১৯-এর নির্বাচন পর্যন্ত পদ্ধতি ও আইন ছিল, প্রথমে পোস্টাল ব্যালট গণনা ও ঘোষণা করা হবে এবং তার পরে ইভিএম গণনা শুরু হবে। আমরা এই কথায় বলেছি।”
অভিষেক মনু সিংভি বলেছেন, “প্রথমে পোস্টাল ব্যালট গণনা করার অত্যাবশ্যক গুরুত্ব, প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা। এটি বিধিবদ্ধ নিয়মে খুব স্পষ্টভাবে বলা হয়েছে… বছরের পর বছর ধরে এটি নির্বাচন কমিশন বুঝতে পেরেছে। তাঁরা আমাদের কথা ধৈর্য ধরে শুনেছেন এবং আমরা একটি শক্তিশালী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি। “