কয়েক মিনিটের ঝড়ে তছনছ ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা, মৃত্যু বৃদ্ধার

ইসলামপুর, ১ জুন (হি.স.) : শনিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা। ঘরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধার। ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া এলাকার বাসিন্দা তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা যেই ঘরে থাকতেন এদিন ঝড়ের সময় সেই ঘরের উপর গাছ ভেঙে পড়ে। মাটি এবং বাঁশ দিয়ে তৈরি দেওয়াল বৃদ্ধার উপর পড়ে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ। পৌঁছান জনপ্রতিনিধিরা। বৃদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, এদিন কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ইসলামপুর শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা। ইসলামপুর ব্লকের একাধিক গ্রামে প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লকের পন্ডিতপোতা ১ এবং ২, মাটিকুন্ডা ১ এবং ২, গুঞ্জরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরও একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামপুর থেকে দাড়িভিট যাওয়ার রাজ্য সড়কের পাশে থাকা বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়েছে। পুলিশের উদ্যোগে কাঠুরে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। শহর থেকে গ্রাম সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই ঝড়ের কারণে চাষাবাদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে সেইসব বাড়িতে প্রাথমিকভাবে ত্রিপল দিয়ে সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *