৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৯%, শুরু থেকে ভোটদানে পিছিয়ে দুই কলকাতা

কলকাতা, ১ জুন (হি. স.) : শনিবার বঙ্গে লোকসভা ভোট হয় ৯টি কেন্দ্রে এবং বিধানসভার উপনির্বাচন হয় একটি কেন্দ্রে৷

সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬৯.৮৯ শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়ে ৭১.৮০ %, বসিরহাট ৭৬.৫৬ %, ডায়মন্ড হারবার ৭২.৮৭ %, দমদম ৬৭.৬০ %, যাদবপুর ৭০.৪১ %, জয়নগর ৭৩.৪৪ %, কলকাতা দক্ষিণ ৬০.৮৮ %, কলকাতা উত্তর ৫৯.২৩ %, মথুরাপুর ৭৪.১৩% ৷ ভোটদানে এগিয়ে বসিরহাট৷ পিছিয়ে দুই কলকাতা৷ অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬৬.৭০ শতাংশ।

এদিন লোকসভা ভোটের ৯ কেন্দ্রের মধ্যে ছিল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বারাসত ও বসিরহাট৷ অন্যদিকে, উপনির্বাচন রয়েছে বরানগর৷