BRAKING NEWS

ভোট দিয়ে মমতা দেখালেন জয়সূচক চিহ্ন

কলকাতা, ১ জুন (হি. স.): শনিবার রাজ্যের নানা ভোটকেন্দ্রে নামী নেতানেত্রীদের ভোটদানের দিকে নজর ছিল সংবাদমাধ্যমের। এঁদের মধ্যে অবশ্যই এক নম্বরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা সাড়ে চারটে নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে আঙুল তুলে ‘ভি’ অর্থাৎ জয়ের চিহ্ন দেখান মমতা।

বিকেল ৪.৫৫ নাগাদ ভোট দেন যাদবপুর কেন্দ্রের ভোটার, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২.৫১ নাগাদ সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন টলি নায়ক দেব। বেলা ২.৪৫ নাগাদ বারাসত লোকসভার অন্তর্গত লেকটাউন শ্রীভূমিতে, গান্ধী সেবা সংঘ বুনিয়াদী বিদ্যালয় বুথে সপরিবারে ভোট দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ভোট দিয়ে বেরিয়ে তাঁর মন্তব্য, ”বাংলায় বরাবর শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তাই হচ্ছে।”

দুপুর ২.১৭এ ভোট দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ‘শান্তির ভোট চলছে, দেশে শান্তি ফেরানোর ভোট চলছে’ , বলেন সেলিম। ডায়মন্ড হারবার, সন্দেশখালির কয়েকটি বুথে অশান্তির দায় চাপালেন তৃণমূলের উপর। দেশে লাল ঝান্ডা উড়বে বলে আশাবাদী সিপিএম প্রার্থী তথা রাজ্য সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *