BRAKING NEWS

শংকরের ১১ উইকেট সত্ত্বেও পিছিয়ে কসমো লিড নিয়ে এ ডিভিশন সুপারে রানার্স হার্ভে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সরাসরি জয় না পেয়েও জিৎ হার্ভের। প্রথম ইনিংসে লিড থাকার সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তি। বিশেষ করে এই ৩ পয়েন্টের সুবাদেই হার্ভের ঘরে রানার্সআপ ট্রফি। ‌ সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগে অপরাজিত চ্যাম্পিয়ন দল হার্ভে এ ডিভিশন সুপার ফোরে রানার্স খেতাব পেয়েছে। প্রথম ম্যাচে চলমানের সঙ্গে অমীমাংসিত খেলায় প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে এক পয়েন্ট পেলেও পোলস্টারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি ও মন্দ পরিস্থিতির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই-দুই করে পয়েন্ট পেয়েছিল। তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায় দ্বিতীয় তথা অন্তিম দিনে শনিবার হারবে কসমোপলিটনের সঙ্গে অমীমাংসিত অবস্থায় খেলা শেষ করেছে। অন্তিম দিনের শুরুতে এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ১৫১ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসের অবশিষ্ট খেলায় ৩৬.২ ওভার ব্যাট করে বাকি ৭ উইকেটে ১১৬ রান যোগ করতে সক্ষম হয়। ১৮৮ রানে ইনিংস শেষ করলে হার্ভে লিড পায় ৪৫ রানে। পরবর্তী সময়ে হার্ভে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪৯ ওভারে আট উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। ব্যাটিং লাইন আপে হার্ভের স্বরাব শাহানির ৭৮ রান, আরমান হোসেনের ৭৪ রান এবং কসমোপলিটনের বাবুল দে-র ৫১ রান বেশ উল্লেখযোগ্য। বোলিংয়ে কসমোপলিটনের সংকর পাল ৬১ রানে ৬ উইকেট এবং ৬৫ রানে ৫ উইকেট অর্থাৎ দুই ইনিংসে ১১ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া প্রখর বার্মা পেয়েছে ৪ উইকেট ১৪ রানের বিনিময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *