BRAKING NEWS

গুজরাটের গেমিং জোনে অগ্নিকাণ্ড, গ্রেফতার মালিক

রাজকোট, ২৬ মে (হি. স.): গুজরাটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক। ইতিমধ্যে সংশ্লিষ্ট গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি, টিআরপি গেম জোনের ম্যানেজার নিতিন জৈন-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার রাজকোটের গেমিং জ়োনে ভয়াবহ আগুন লাগে। এদিন বিকেল থেকে রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ। এই অগ্নিকাণ্ডে মারা গেছেন প্রায় ২৮ জন। দমকল কর্তারা মনে করছেন, গেমিং জোনের ভিতরে আরও অনেক মৃতদেহ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *