BRAKING NEWS

করিমগঞ্জের সিমেন্ট ফ্যাক্টরিতে হিটস্ট্রোকের বলি এক, মৃত্যু নিরাপত্তারক্ষীর

বদরপুর (অসম), ২৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরঘাটে অবস্থিত ‘বিভিসিএল’ সিমেন্ট ফ্যাক্টরিতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। প্রখর রোদে উৎকট গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত নিরাপত্তারক্ষী পাথারকান্দির বাসিন্দা বছর ৩৮-এর অমর সিনহা।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরের দিকে বদরপুরঘাটে অবস্থিত ‘বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানি’র মূল গেটে। আচমকা তিনি তাঁর আসন থেকে ঢলে পড়েছেন দেখে উপস্থিতরা হল্লা-চিৎকার করতে থাকেন। তবে সঙ্গে সঙ্গে সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অমর সিনহাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, অমর সিনহা মাত্র দু-দিন আগে ওই সিমেন্ট কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে যোগদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *