মুম্বই, ১৮ মে (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটেই আছেন, আশাবাদী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে খাড়গে বলেছেন, “অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।” তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইন্ডি জোটে তাঁর অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। মমতা বলেছিলেন, “কেন্দ্রে সরকার গঠনের জন্য বাইরে থেকে ইন্ডি জোটকে সমর্থন করবেন”।
এ বিষয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি তাঁকে বিশ্বাস করি না। তিনি জোট ছেড়ে পালিয়ে যান। তিনি বিজেপির দিকেও যেতে পারেনা।” এ বিষয়ে শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “মমতা জি, প্রথমে তিনি বলেছিলেন তাঁরা বাইরে থেকে সমর্থন করবে। সম্প্রতি তিনি বলেছেন, ইন্ডি সরকার গঠিত হলে তিনি সরকারে যোগ দেবেন, তাই স্বাভাবিকভাবেই, তিনি জোটের সঙ্গে আছেন। অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, আমরাই সিদ্ধান্ত নিই, এটা কংগ্রেস পার্টি, হাইকমান্ড, তাই আমরা যে সিদ্ধান্ত নেব তা সঠিক হবে।”

