বালিয়া, ১৫ মে (হি.স.): উত্তর প্রদেশের বালিয়ায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৩ যুবকের। মঙ্গলবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে, একটি ডাম্পার ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৩ যুবকের। মৃতদের নাম – মোহিত কুমার (২৪), জিতেন্দ্র যাদব (২৫) এবং গুড্ডু যাদব (২৬)। তাঁরা সবাই ট্রাকের খালাসি হিসেবে কাজ করতেন।
স্টেশন হাউস অফিসার সঞ্জয় সিং বলেছেন, মঙ্গলবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ বালিয়া কোতোয়ালি থানা এলাকায় ডাম্পার ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৩ যুবকের। ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগার পর চাকায় পিষে তাঁদের মৃত্যু হয়।