আমেঠি, ১০ মে (হি. স.): রাহুল গান্ধীর আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা না করা নিয়ে শুক্রবার মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
তিনি বলেছেন, আমেঠি এবং রায়বরেলি, দুটি আসনই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে দুটি আসনেই কাজ করেছেন। আর কিশোরী লাল শর্মা এখানে ৪০ বছর ধরে কাজ করছেন। তিনি প্রতিটি গ্রামের সাথে পরিচিত। আমি মনে করি আমেঠির জন্য তাঁর থেকে ভাল প্রার্থী আর হতে পারে না, আমি মনে করি তিনি আমাদের পরিবারের মতো। দুটো আসনই আমরা একইভাবে গুরুত্ব দিয়ে দেখছি।