BRAKING NEWS

আবগারি মামলায় ১৮-তম গ্রেফতারি, বিনোদ চৌহানের ৩-দিনের ইডি হেফাজত

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় আরও এক জনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিনোদ চৌহান নামে ওই ব্যবসায়ী এই মামলার ধৃতের তালিকায় ১৮-তম। শনিবার বিনোদকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়, তাঁকে ৪-দিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি, কিন্তু ৩-দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিনোদের বিরুদ্ধে ২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোটের সময় আম আদমি পার্টি (আপ)-র তহবিলে বেআইনি ভাবে ‘দক্ষিণী লবি’র টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে। ৩ মে গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির তালিকায় নাম রয়েছে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, এএপি সাংসদ সঞ্জয় সিং, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কবিতার গ্রেফতারির পরেই ইডি আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনে বিনোদের ‘ভূমিকা’ সংক্রান্ত নথি জমা দিয়েছিল আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *