BRAKING NEWS

ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ, জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সিসোদিয়া

নয়াদিল্লি, ২ মে (হি.স.): নিম্ন আদালতে জামিন না পাওয়ায় এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিসোদিয়া, তিনি আবগারি দুর্নীতিতে সিবিআই এবং ইডি-র মামলায় জামিন মঞ্জুর না হওয়ায় ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন।

সিসোদিয়ার আইনজীবী এদিন দিল্লির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সামনে বিষয়টি উল্লেখ করেছেন এবং বলেছেন, আবেদনকারী সিসোদিয়া বিধানসভার সদস্য। নির্বাচনী মরশুম চলছে। দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, “আগামীকাল আসতে দিন, বিচারককে ফাইলটি পড়তে দিন।” উল্লেখ্য, গত ৩০ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মনীশ সিসোদিয়ার দ্বিতীয় জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সিবিআই এবং ইডি উভয়েই তাঁর জামিনের বিরোধিতা করেছিল। এরপরই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *