নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের ভোট গ্রহণ উপলক্ষে গত ১৬-১৭ এপ্রিল, ২০২৪ ইং ভোটের কাজে নিযুক্ত কর্মচারীদের এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের ব্যালটের মাধ্যমে ফেসিলেশন সেন্টারে ভোট গ্রহণ করা হয়।
রাজ্যের ৬০টি বিধানসভা ক্ষেত্রের যে সকল ভোটাররা ভোটদান করেন সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারি রিটার্নিং অফিসারগণ এই সকল ব্যালট পেপার আজ ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসারের কাছে জমা করেন এবং ব্যালটগুলি ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসারের স্ট্রংরুমে করা নিরাপত্তায় রাখা হয়।
একইভাবে ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপ-নির্বাচনের জন্য ব্যালট পেপারের মাধ্যমে ফেসিলেশন সেন্টারে যারা ভোট দিয়েছেন সে ব্যালট পেপারগুলিও ৭-রামনগর বিধানসভা ক্ষেত্রের উপ-নির্বাচনের কাজে নিযুক্ত রিটার্নিং অফিসারের স্ট্রংরুমে কড়া নিরাপত্তায় রাখা হয়।