BRAKING NEWS

নকআউট ক্রিকেট : ব্লাডমাউথকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছুলো কসমোপলিটন ক্লাব

কসমোপলিটন-‌১১৭

ব্লাডমাউথ-‌৮৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্তর জয় কসমোপলিটনের। হেরে বিদায় ব্লাডমাউথ ক্লাব। আয়ুষ চৌহান এবং শুভমের ভেলকিতে কুপোকাৎ ব্লাডমাউথ। ওই দুজনের ভেলকির সামনে লো-‌স্কোরিং ম্যাচেও জয় পেলো না ব্লাডমাউথ। কসমোপলিটনকে বাগে পেয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় আসর থেকে ছিটকে গোল দাপক ভাটনাগরের দল ব্লাডমাউথ। সেমিফাইনালে উঠলো কসমোপলিটন ক্লাব। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার কসমোপলিটন খেলবে ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট আসরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন ৩১ রানে পরাজিত করে ব্লাডমাউথ ক্লাবকে। কসমোপলিটন ক্লাবের গড়া ১১৭ রানের জবাবে ব্লাডমাউথ ম৪ত্র ৮৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের আয়ুষ ৪ উইকেট এবং শুভম ৩ উইকেট ধকল করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাডমাউথের বোলারদের পেস এবং স্পিন আক্রমণে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় কসমোপলিটন ক্লাব। দলের পক্ষে ওপেনার বাবুল দে ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২, তন্ময় ঘোষ ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, শঙ্কর পাল ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং বিক্রম দেবনাথ ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ব্লাডমাউথের পক্ষে তুষার সাহা ৩১ রানে ৩ টি, জয়দীপ ভট্টাচার্য ১৩ রানে, রবি কার্থিকেয়া ১৮ রানে এবং সানি সিং ২৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে আয়ুষ এবং শুভমের ভেলকিতে ৩৪.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ব্লাডমাউথ মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিলো ব্লাডমাউথ। দলের পক্ষে আকাশ ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২, রবি কার্থিকেয়া ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং সাগর সূত্রধর ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। কসমোপলিটনের পক্ষে আয়ুষ চৌহান ১৪ রানে ৪ টি, শুভম ১৭ রানে ৩ টি এবং চন্দন রায় ২৩ রানে ২ টি উইকেট দখল করেন। বিজয়ী দলের আয়ুস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

[4/29, 8:19 PM] +91 94361 20305: আবারও সেরা তেজশ্বী, অঙ্কিতও দুর্দান্ত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *