BRAKING NEWS

৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহনের প্রক্রিয়া

আগরতলা, ২৩ এপ্রিল : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহনের প্রক্রিয়া চলছে। আগামী ২৬ শএপ্রিল জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন।

এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটে নিযুক্ত কর্মী, সাংবাদিকদের ব্যালট পেপারে ভোট গ্রহনের প্রক্রিয়া চলছে। রবিবার থেকে চলছে ভোটগ্রহনের প্রক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যা রয়েছে ৫৪৩ জন।

মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, বেলা ১২ টা ৪০ মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে ৪৫৬ জন। আগমী ২৬ শে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। গত ১৯ এপ্রিলের মত আগামী ২৬ এপ্রিল যাতে করে সুষ্ঠভাবে ভোটগ্রহনের প্রক্রিয়া সম্পূর্ন হয় তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমা প্রসাশন।

এদিন তিনি আরও বলেন, আজকের দিনে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য লোকজনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *