BRAKING NEWS

টি-২০ : অরিন্দমের মারকুটে ব্যাটিং জেসিসি নকআউট সংহতি ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তিন বোলারের দাপট, সঙ্গে অরিন্দমের ব্যাটিং। সব মিলে জয়জয়কার সংহতির। সাত উইকেটে দারুন এক জয় ছিনিয়ে সংহতি টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেটের ফাইনালে প্রবেশ করেছে। ব্যাটার্সরা প্রত্যাশিত প্রশস্ত ব্যাটে রান সংগ্রহ করতে পারেনি বলে জয়নগর ক্রিকেট ক্লাবের সেমিফাইনালে থেকে নকআউট হতে হলো। দুর্দান্ত ৭ উইকেটে জয় ছিনিয়ে সংহতি টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলবে। শনিবার দুপুর একটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যিটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে জেসিসি ৯৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে হিমাংশু সিংহের ২৬ রান এবং পল্লব দাসের ২৫ রান উল্লেখ করার মতো। সংহতির অমরেশ দাস আট রান এবং যশজিৎ ও চিরঞ্জিত পাল তেইশ রান করে দিয়ে প্রত্যেকে তিনটি করে উইকেট তুলে নিয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে সংহতি ১৪.৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে সংহতি সমস্যার আঁচ করতে পারলেও অরিন্দম বর্মনের মারকুটে ব্যাট দলকে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। অরিন্দম ২১ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জেসিসি-র শুভম ঘোষ, ইন্দ্রজিৎ দেবনাথ ও অনিকেত শর্মা প্রত্যেককে একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *