BRAKING NEWS

আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ

আগরতলা, ১৯ এপ্রিল : আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সরব প্রচার সমাপ্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার জেরে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে ওই ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তাঁকে আজ দুপুর ২ টার মধ্যে ওই জবাব দেওয়ার জন্য বলেছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।

গত ১৭ এপ্রিল বিকেল ৫টায় সারা দেশের সাথে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেও সরব প্রচার সমাপ্ত হয়েছে। ফলে, জনপ্রতিনিধি আইন ১৯৫১-এর ধারা ১২৬(১)(বি) মোতাবেক সরব প্রচার সমাপ্ত হওয়ার পর রাজনৈতিক দলের প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাতে, সামাজিক মাধ্যমেও ভোটের প্রচারে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। কিন্তু, ওই আদেশ অমান্য করে গতকাল সন্ধ্যায় প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে ভোটের আবেদন জানিয়েছেন।

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই আজ ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল তাঁকে নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশে প্রদ্যোতকে সামাজিক মাধ্যমে গতকালের ভিডিও বার্তা মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আজ দুপুর ২টার মধ্যে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ জানাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের দাবড়ানি খেয়ে প্রদ্যোত ওই ভিডিও সামাজিক মধ্যম থেকে মুছে দিয়েছেন। তবে, কমিশনের কাছে তিনি আত্মপক্ষ সমর্থনে জবাব দিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *