BRAKING NEWS

রাজস্থানের ১২টি লোকসভা আসনে প্রথম ২ ঘন্টায় ১০.৬৭ শতাংশ ভোট পড়েছে

জয়পুর, ১৯ এপ্রিল (হি.স.) : রাজস্থানে প্রথম দফার ১২টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত ১০ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার শ্রী গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করাউলি-ধোলপুর, দৌসা এবং নাগৌর আসনে ভোট হচ্ছে। নাগৌর, বিকানের, আলওয়ার এবং চুরু এই চারটি আসন নিয়ে সারাদেশে চর্চা হচ্ছে। এই চারটি আসনে ২জন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির এক সাংসদও রয়েছেন। নাগৌর আসনে বিজেপির জ্যোতি মির্ধার বিরুদ্ধে লড়ছেন হনুমান বেনিওয়াল। প্রথম ধাপে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার ৫৪১ ভোটার।

এদিন সকাল সাড়ে ৯ টায় নির্বাচন দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শ্রীগঙ্গানগরে ১৪.১৪, বিকানেরে ১০, চুরুতে ১১.৫০, ঝুনঝুনুতে ৮.৮৩, সিকারে ৯.৬৯, জয়পুরে ১১.১০, আলওয়ারে ১২.০৩, ভরতপুরে ৯.৮৫ শতাংশ, করৌলি-ধোলপুরে ৯.৭১, দৌসায় ৯.৭০ এবং নাগৌর লোকসভা আসনে ১০.৩৪ শতাংশ ভোট পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *