BRAKING NEWS

ডিফু লোকসভা আসনে সবচেয়ে ধনী প্রার্থী কংগ্ৰেসের জয়রাম ইংলেং

স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ৮২৪ টাকা

হাফলং (অসম)১৮ এপ্রিল (হি.স.) : ডিফু লোকসভা আসনে সবচেয়ে ধনী প্রার্থী কংগ্ৰেসের জয়রাম ইংলেং। তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ৮২৪ টাকা।

কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে ডিফু সংসদীয় তফশিলি জনজাতি সংরক্ষিত আসনে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। ডিফু লোকসভা আসনে নির্বাচনী ময়দানে রয়েছেন মোট পাঁচজন প্রার্থী। তাঁরা বিজেপির অমরসিং টিসু, কংগ্রেসের জয়রাম ইংলেং, এপিএইচএলসির জন ইংতি কাথার, এএসডিসির জৎসন বে এবং গণ সুরক্ষা পার্টির জন বার্নাড সাংমাই। তাঁদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী হচ্ছেন জয়রাম ইংলেং।

কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেঙের মোট স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ৮২৪ টাকা। এপিএইচএলসির প্রার্থী জন ইংতি কাথারের মোট স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৪৯ লক্ষ ৯৮ হাজার ৩১৪ টাকা।

বিজেপি প্রার্থী অমরসিং টিসুর দাখিলকৃত শপথনামায় তাঁর নিজের নামে, স্ত্রী ও পুত্রের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা দিয়েছেন। তাঁর নগদ ৩ লক্ষ ৫৮ হাজার ১৫০ টাকা। ব্যাংকে আছে ৫ কোটি ১৪ লক্ষ ৩২ হাজার ৭৭৬ টাকা। স্ত্রীর নগদ টাকা ২ লক্ষ ৯৯ হাজার ৬৩০ টাকা। ব্যাংকে ৪ লক্ষ ৭০ হাজার ৫৬৬ টাকা। ছেলের নামে ব্যাংকে আছে ১৬ লক্ষ ২ হাজার ৮৬৪ টাকা।

এএসডিসি প্রার্থী জৎসন বে-র নগদ ৫০ হাজার, ব্যাংকে ৪ লক্ষ ৭ হাজার ১৭১ টাকা। গণ সুরক্ষা পার্টির জন বার্নাড সাংমাইর নগদ রয়েছে ৫০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮০ লক্ষ ৮৫ হাজার ৭৪৭ টাকা।

এদিকে ডিফু আসনে পাঁচ প্রার্থীর মধ্যে দুজন স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছেন। গণ সুরক্ষা পার্টির জন বার্নাড সাংমাই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতোকত্তর। এপিএইচএলসির প্রার্থী জন ইংতি কাথার ইতিহাসে স্নাতকোত্তর, এএসডিসি প্রার্থী জৎসন বে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং কংগ্রেস প্রার্থী জয়রাম ইংলেং মাধ্যমিক উত্তীর্ণ। এই পাঁচজন প্রার্থীর মধ্যে এপিএইচএলসির প্রার্থী জন ইংতি কাথারের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *