BRAKING NEWS

বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনায় পালিত পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রায় ১৪৩১ বরণ

ঢাকা, ১৪ এপ্রিল (হি.স.): বাংলাদেশে রবিবার চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন। ঢাকার ঐতিহাসিক রমনা পার্কের বটমূলে সাংস্কৃতিক দল ছায়ানটের জমকালো পরিবেশনার মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’র। শোভাযাত্রায় শিশু, প্যাঙ্গোলিন, আলংকারিক হাতি, চাকা, এবং পাখির ছবি আঁকা পাঁচটি কাঠামো বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরে।

‘পয়লা বৈশাখ’ উদযাপনে ধর্ম সম্প্রদায়, শ্রেণী, অঞ্চল, লিঙ্গ ও বয়স নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। এই উপলক্ষে ঢাকায় আরও বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর-সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উপলক্ষে জনগণকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *