BRAKING NEWS

নন্দীগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি

পূর্ব মেদিনীপুর, ১৪ এপ্রিল (হি.স.) : লোকসভা ভোটের মুখে তৃণমূলকে রাজনৈতিক কার্যকলাপ বন্ধের হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রামে ঘাসফুলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপি। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়ায় দলবল নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নেন বিজেপি নেতৃত্ব। পার্টি অফিসের সামনে বিজেপির দলীয় পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের হুমকি, এলাকায় তৃণমূল কোনওরকম কার্যকলাপ চালানোর চেষ্টা করলে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।দলবল নিয়ে বিজেপি নেতা-কর্মীরা প্রথমে বিরুলিয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়। স্লোগান দেওয়ার পর বিজেপি নেতারা তৃণমূলের পার্টি অফিসে নিজেদের দলীয় পতাকা ঝুলিয়ে দেন। বিজেপির বিক্ষোভে নেতৃত্বে ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরূপ জানা-সহ অন্যান্যরা। প্রলয়বাবুর হুঙ্কার, ‘‘আজ পার্টি অফিসে তালা মেরেছি। সেই সঙ্গে ঘোষণা করছি, এই এলাকায় তৃণমূলের কোনওরকম রাজনৈতিক কাজকর্ম চলবে না। আমরা বিজেপির কার্যকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে এখানে তালা লাগিয়ে দিয়ে গেলাম। ওদের যদি কোনওরকম রাজনৈতিক কাজকর্ম এখানে হয় তা হলে আমরা দেখিয়ে দেব গদ্দার কাকে বলে।” প্রলয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর জনসভা থেকে মেদিনীপুরকে গদ্দারের মাটি বলে উল্লেখ করেছেন। সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলানো হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। সেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বলেছেন মেদিনীপুর গদ্দারের মাটি। আসমুদ্রহিমাচল যেখানে মেদিনীপুরকে শ্রদ্ধা করে সেখানে আমাদের গদ্দার বলার ফল টের পাইয়ে দেব।” যে দিন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন, সে দিন পার্টি অফিসের তালা খুলে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *