ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লংতরাইভ্যালির জয়ের ধারা অব্যাহত। সি গ্রুপের অপর খেলায় কমলপুর জয়ে ফিরেছে। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে কৈলাসহরের আর কেআই গ্রাউন্ডে ২৫ রানের ব্যবধানে কৈলাসশহরকে পরাজিত করেছে। টস জিতে লংতরাই ভ্যালি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৩৮.১ ওভারে ৭৮ রানে ইনিংস শেষ করে। জবাবে কৈলাশহরের ইনিংস থেমে যায় ৫৩ রানে। বিজয়ী দলের দীপাঞ্জন পাল ব্যাটে বলে দারুন খেলে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়। কৈলাশহরের শুভজ্যোতি সিনহা সর্বাধিক ২৩ রান এবং মহাসিন হোসেন ৭ রানে চারটি উইকেট পেয়েছিল। কিন্তু তাদের এই সাফল্য শেষ পর্যন্ত কাজে আসেনি।
ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় কমলপুর ৫৮ রানের ব্যবধানে গন্ডাছড়াকে পরাজিত করে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টস বিপক্ষে থাকলেও প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কমলপুর নির্ধারিত ৪৫ ওভারে ১৫০ রানে ইনিংস শেষ করে। পাল্টা ব্যাট করতে নেমে গন্ডাছড়ার ইনিংস শেষ করে নেয় ৯২ রানে। বিজয়ী দলের শুভম দাস ব্যাটে বলে দারুন খেলে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, কমলপুরের ভূপেন্দ্র কুর্মীর ৪২ রান এবং প্রান্তিক শীলের তিনটি উইকেট দখল উল্লেখ করার মতো। গন্ডাছড়ার রজত দাস পেয়েছিল তিনটি উইকেট।