BRAKING NEWS

মানিক সরকারকে বিজেপিতে যোগদান করার আহ্বান বিপ্লবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল:  প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিজেপি দলে যোগদান করার আহ্বান জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  আজ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্যে, কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে তির্যক আক্রমণ করেন তিনি। বিপ্লব কুমার দেব আশা ব্যক্ত করেন সমগ্র জীবন যাদের বিরুদ্ধে রাজনীতি করে এসেছেন, যাদের নীতি আদর্শের বিরোধ করে এসেছেন, সেই কংগ্রেসের সঙ্গে উঠতে বসতে পারবেন না মানিক সরকার । তার জন্যই এখনো পর্যন্ত তাদের কোন যৌথ কর্মসূচিতে মানিক সরকারকে দেখা যায়নি । কংগ্রেসে সিপিএম জোটের বিরোধ জানিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক দিলীপ মুহুরী বড় মাত্রায় কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগদান করেন l 

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, চরম অস্তিত্ব সংকটে কমিউনিস্টরা আগামী দিনে শুধুমাত্রই দলটাকে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে। তারা কেউই মানুষের কল্যাণ চায় না।  ত্রিপুরায় কংগ্রেস সিপিএম জোট করেছে, অন্যদিকে কেরালায় রাহুল গান্ধীর বিপক্ষে প্রার্থী দিয়েছে তারাই । কেরলে কংগ্রেসের নীতি আদর্শের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কমিউনিস্টরা, আর এখানে নির্লজ্জের মত মিত্রতা। এভাবেই তারা মিলি ঝুলি ভাবে বিগত বছর গুলোতে ত্রিপুরাবাসীদের ঠকিয়ে এসেছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, মানুষের জন্য নয়, রাজনৈতিক স্বার্থ আদায়ই তাদের একমাত্র লক্ষ্য। দেশের সাথে ধোঁকা করে এসেছে কমিউনিস্ট ও কংগ্রেস। তিনি বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলেছিল মাত্র ৪৮০০০ ঘর, আর ২০১৮ এর পরে প্রায় ৪ লক্ষ ১০ হাজার ঘর বন্টন হয়ে গেছে l কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নেও ছিল এদের আপত্তি l রাজনৈতিক সন্ত্রাসে দক্ষিণ জেলায় ৬৯ খুন হয়েছেন l জোট সঙ্গীদের উচিৎ তাদের কাছে ক্ষমা চাওয়া l সন্তান হারানো মায়ের মনের অভিশাপ তাদের ছাড়বে না।  এনএলএফটি, এ টিটিএফ-ও এরাই তৈরী করেছে।  

২০১৮ এর পর মহিলাদের ৩৩% সংরক্ষণ, টি এস আর এ মহিলা নিয়োগ, স্ব-সহায়ক দলের সংখ্যা ৬০০০ থেকে বেড়ে বর্তমানে ৬০,০০০ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।  চন্দ্রপুরের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচাৰ্য প্রমুখ l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *