জলপাইগুড়ি, ৩১ মার্চ (হি. স.) : ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে নিয়ম মেনে জেলা প্রশাসনের তরফে মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, মৃতরা হলেন জলপাইগুড়ির সেনপাড়ার দিজেন্দ্র নারায়ণ সরকার (৫২), পাহাড়পুরের অনিমা বর্মন (৪৫), ময়নাগুড়ির পুটিমারির জগেন রায় (৭২) এবং ময়নাগুড়ির রাজারহাটের সমর রায় (৬৪)।
জানা গেছে, রবিবার বিকেলে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলাজুড়ে অনেক জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়।