BRAKING NEWS

কোভিড টিকাকরণ নিয়ে মোদী ও গেটসের মধ্যে কথা, প্রধানমন্ত্রী বললেন লড়াই ছিল ভাইরাস ও জীবনের মধ্যে

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): ভারতের কোভিড টিকাকরণ প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। গেটসের সঙ্গে বার্তালাপে প্রধানমন্ত্ৰী বলেছেন, “এই লড়াই ভাইরাস বনাম সরকার ছিল না, আসলে ছিল ভাইরাস বমাম জীবনের মধ্যে লড়াই।”

বিল গেটসের সঙ্গে বার্তালাপে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “প্রথম দিন থেকেই দেশবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করি আমি। আমি প্রকাশ্যে সব প্রোটোকল অনুসরণ করি, আমি জনগণকে বলেছিলাম ”তালি বাজাও”, ”থালি বাজাও”, ”প্রদীপ জ্বালাও” – আমাদের দেশে এসব নিয়ে উপহাস করা হয়েছিল, কিন্তু আমাকে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হয়েছিল। একবার আত্মবিশ্বাস তৈরি হয়ে গেলে, এটি গণআন্দোলনে পরিণত হয়… ভ্যাকসিন গবেষণার খরচের কারণে আর্থিক চ্যালেঞ্জ ছিল তাৎপর্যপূর্ণ। আমি সবার আগে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করেছি। আমার ৮৫ বছর বয়সী মা–ও ভ্যাকসিন নিয়েছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *