BRAKING NEWS

অপরাধ প্রতিরোধে হাইলাকান্দি ও লালা শহরের ১৫ টি স্থানে বসানো হল সি সি টিভি

হাইলাকান্দি (অসম) ২৮ মার্চ (হি.স.) : মহিলাদের বিরুদ্ধে সংগঠিত সামাজিক অপরাধ প্রতিরোধে এবং ছিনতাই, ট্রাফিক নিয়ম ভঙ্গ, চুরির ঘটনা এবং অন্যান্য বেআইনি ও অসাংবিধানিক কার্যকলাপ পর্যবেক্ষণ এবং সনাক্ত করার জন্য হাইলাকান্দি ও লালা শহরের ১৫ টি স্থানে সি সি টিভি স্থাপন করল হাইলাকান্দি জেলা প্রশাসন। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম জানান, বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের অধীনে বিভিন্ন বেআইনি ও অসাংবিধানিক কার্যকলাপ পর্যবেক্ষণ এবং শনাক্ত করার জন্য ২ শহরের নির্বাচিত ১৫টি স্থানে সি সি টিভি বসানো হয়েছে । গত ১৫ মার্চ হাইলাকান্দি জেলা সদরের হাইলাকান্দি এস কে রায় হাসপাতালের প্রবেশপথ ও বর্হিপথ, কাটলিছড়া থেকে হাইলাকান্দি শহরের প্রবেশ পথে তোপখানা লেন, নাগাপট্টি লেন, মাটিজুরি রেলওয়ে ট্রাই-জংশন পয়েন্টের কাছে, এ এস টি সি বাস স্ট্যান্ড গাছতলা (ধোয়ারবন্দ থেকে থেকে হাইলাকান্দি শহরের এন্ট্রি পয়েন্ট), রবীন্দ্র ভবন (সার্কিট হাউস কভারিং), এসবিআই প্রধান শাখা, হাইলাকান্দি পাবলিক স্কুল রোড পয়েন্ট, এস বি আই মেইন ব্রাঞ্চ, এলআইসি অফিসের কাছে কভারিং রবীন্দ্র মেলা , রেড-ক্রস হাসপাতাল পয়েন্ট, আলগাপুর থেকে হাইলাকান্দি শহরের প্রবেশ পথে সৎসঙ্গ মন্দিরের পাশে, সিরিসপুর থেকে হাইলাকান্দি শহরের প্রবেশ পথে ভট্টপাড়া পয়েন্ট এ স্থাপন করে হাইলাকান্দির পুলিশ সুপারকে সমঝে দেওয়া হয়েছে ।

অপরদিকে গত ২০ মার্চ লালা শহরের লালা রেলওয়ে স্টেশনের তেমাথা পয়েন্ট, লালা বাস স্ট্যান্ড এস বি আই লালা শাখার পাশে,, লালা পি এইচ সি গেইট এবং লালা বিষ্ণূপুর বাইপাসের ওয়ান স্টপ সেন্টার এ স্থাপন করে লালা থানার ওসি কে সমঝে দেওয়া হয়েছে । ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম হাইলাকান্দি ও লালা শহরের বিভিন্ন স্থানে লাগানো সি সি টিভি ২৪ ঘণ্টা তদারকি করতে একজন পুলিশ নিয়োগ করতে পুলিশ সুপার ও লালা থানার ওসি কে বলেছেন । যাতে করে বেআইনি অসাংবিধানিক কার্যকলাপ যেমন যৌন হয়রানি, ধর্ষণ, ইভটিজিং, ছিনতাই, যানবাহন আইন লংঘন, চুরি ইত্যাদি অপরাধ প্রতিরোধ করা যায়। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সি সি টিভি বিক্রেতা হাইলাকান্দি থানা রোডের মনোজ দাস এন্ড সন্স 24X7 ক্যামেরার পরিষেবাগুলির রক্ষণাবেক্ষণ ও পরিষেবা বজায় রাখবেন। জেলার সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো ডিস্ট্রিক্ট কমিশনার কিংবা পুলিশ সুপারের অনুমোদন পাওয়ার পর তাদের প্রয়োজন অনুসারে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *