BRAKING NEWS

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জমা পড়া ৯টি মনোনয়নই বৈধ: রিটার্নিং অফিসার

আগরতলা, ২৮ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জমা পড়া নয়টি মনোনয়নই বৈধ। আজ মনোনয়ন পত্র স্ক্রুটিনির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।

এদিন তিনি বলেন, গতকাল বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার এবং কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

১-ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াৎ, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, আমরা বাঙ্গালী দলের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, আজ সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ শুরু হয়েছিল। স্ক্রুটিনির পর জমা পড়া নয়টি মনোনয়নই বৈধ বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *