BRAKING NEWS

আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে বিজেপিকে ফের তোপ অভিষেকের

কলকাতা, ২৮ মার্চ, (হি.স.): আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “প্রায় দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু বিজেপি এখনও আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশে আমার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে এল না।”

কিছুদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে বলেও ঘোষণা করেন তিনি। এমনকী ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকার দাবিতে গত বছর রাজধানী দিল্লিকে গিয়ে আন্দোলন কর্মসূচি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে করে জব কার্ড হোল্ডারদেরও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কৃষিভবন থেকে অভিষেকদের টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর রাজ্যে ফিরে এসে রাজভবন সংলগ্ন এলাকায় ধরনায় বসেন অভিষেক। পরে এই বিষয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *