BRAKING NEWS

মুখ্যমন্ত্রীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, সেটা গণতন্ত্রের হত্যা : অশোক গেহলট

জয়পুর, ২৩ মার্চ (হি.স.) : যেভাবে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে সেটা গণতন্ত্রের হত্যা, শনিবার এই মন্তব্য করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি এদিন জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গ্রেফতার করেছে, সেটা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী কি খুন করেছেন? নাকি এটা কোনও গুরুতর অপরাধ যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হল? তিনি কি কোথাও পালিয়ে যাচ্ছিলেন না, কোনও মানুষকে প্রভাবিত করছিলেন ? কোনও প্রমাণ ছাড়াই কারোর বক্তব্যের ভিত্তিতে কি করে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় ? এখন মানুষ ভাবছে নির্বাচন হবে কি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *