BRAKING NEWS

সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকি : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। “সন্ত্রাসবাদ মানবতা ও শান্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকি” মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা করে এই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি খাড়গে। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, মস্কোতে নিরপরাধ মানুষের ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। তিনি আরও জানান, এই দুঃসময়ে আমরা রাশিয়ার জনগণের পাশে আছি।

উল্লেখ্য, স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন হঠাৎই হলের মধ্যেই বিস্ফোরণ হয়। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। হলের ছাদ খসে পড়ে। এর পরেই কনসার্ট হলে ঢুকে পড়ে জনা পাঁচেক বন্দুকবাজ। ছদ্মবেশী পোশাক পরা পাঁচজন বন্দুকবাজ দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। মস্কোতে আইএস জঙ্গিদের অতর্কিতে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *