BRAKING NEWS

এপি বিধায়ক গুলাব সিং যাদবের বাড়িতে আয়কর হানা, কেন্দ্রকে আক্রমণ সৌরভের

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় দলের শীর্ষ নেতা এখন ইডি-র হেফাজতে, এবার আম আদমি পার্টির বিধায়ক গুলাব সিং যাদব আয়কর দফতরের আতসকাঁচে। শনিবার সকালে থেকে এএপি বিধায়ক গুলাব সিং যাদবের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আয়কর দফতর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইডি-র এই অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রের সমালোচনা করলেন এএপি নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। ইডি-র অভিযান প্রসঙ্গে সৌরভ ভরদ্বাজ বলেছেন, “শুধুমাত্র ভারতের নয়, সমগ্র বিশ্বের মানুষ জানতে পেরেছে যে বিজেপি সরকার সমগ্র বিরোধী দলকে জেলে ভরতে ব্যস্ত। এই দেশ রাশিয়ার পথ অনুসরণ করছে…বাংলাদেশ, পাকিস্তান, উত্তর কোরিয়ায় দেখা গিয়েছে, এখন ভারতও একই পথে হাঁটছে। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র এখন স্বৈরাচারের পথে, যেখানে মানুষের মৌলিক অধিকার শেষ হবে, যেখানে বিরোধী দলকে থামিয়ে দেওয়া হবে… আমাদের শীর্ষ ৪ নেতা মিথ্যা মামলায় কারাগারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *