BRAKING NEWS

কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষুব্ধ অতিশী, তদন্ত নিয়ে তুললেন একাধিক প্রশ্ন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষুব্ধ অতিশী। এবার তিনি তদন্ত নিয়েই তুললেন একাধিক প্রশ্ন। দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “দিল্লির তথাকথিত আবগারি নীতি কেলেঙ্কারিতে গত দুই বছর ধরে সিবিআই এবং ইডি-র তদন্ত চলছে৷ এই দুই বছরে বারবার একটা প্রশ্ন উঠে এসেছে – অর্থের পথ কোথায়? টাকা গেল কোথায়? এএপি-র কোনও নেতা, মন্ত্রী অথবা কর্মীর কাছ থেকে অপরাধের কোনও অর্থ উদ্ধার করা হয়নি। মাত্র একজন, শরৎ চন্দ্র রেড্ডির বক্তব্যের ভিত্তিতে দু’দিন আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।”

অতিশী আরও বলেছেন, “তিনি অরবিন্দ ফার্মার মালিক, তাকে ২০২২ সালের ৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কখনও দেখা করেননি অথবা কথা বলেননি এবং এএপি-র সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এই কথা বলার পরের দিন তাকে ইডি গ্রেফতার করে। বেশ কয়েক মাস জেলে থাকার পর, তিনি নিজ বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন এবং আবগারি নীতির বিষয়ে তার সাথে কথা বলেছেন। তিনি বলার সঙ্গে সঙ্গেই তাকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু টাকা কোথায়? টাকার লেজ কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *