BRAKING NEWS

জুটমিল ও ভগিনী নিবেদিতা টিম তৈরি জার্সি প্রদানে পি পি পাবলিকেশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ভালো খেলার পাশাপাশি লক্ষ্য রয়েছে সাফল্যেরও। একদিকে জুট মিল প্লে সেন্টার, অপরদিকে নতুন আঙ্গিকে মাঠে আসা ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট টিম। সাফল্যকে উদ্দেশ্য করে ভালো খেলার মনোবৃত্তি তৈরি করে চলছেন দুই কোচ মনোজিৎ দাস ও অরূপ রায় বর্মন। আগামীকাল থেকেই ম্যাচ শুরু। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। জুট মিল প্লে সেন্টার আগামীকাল লাল বাহাদুর ব্যায়ামাগারের সঙ্গে খেলবে, বেলা একটা থেকে বামুটিয়ার তালতলা স্কুল মাঠে। ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল আগামীকাল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে বেলা ১১ টায় ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে খেলবে। মঙ্গলবার বিকেলে অনাড়ম্ভর এক অনুষ্ঠানে দু’দলের খেলোয়ারদের জার্সি প্রদান করা হয়। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং সংগঠক সুপ্রভাত দেবনাথ দুজনের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। পাশাপাশি মাঠে দুই দল ভালো খেলা প্রদর্শন করবে বলে শুভেচ্ছা জানান। এদিকে, 

সারা বিশ্বজুড়ে রাষ্ট্র সংঘের প্রচেষ্টা চলছে খেলাধুলার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। সেই আদর্শে অনুপ্রাণিত পি পি পাবলিকেশনও ত্রিপুরার মেয়েদের পড়াশোনার পাশাপাশি, খেলাধূলাতে মেধার উৎকর্ষ বিকাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জুটমিল ক্রিকেট একাডেমির পাশে। যাতে বেশী বেশী সংখ্যক মেয়েরা উৎসাহিত হয় এবং রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করতে পারে ।এছাড়াও পি পি পাবলিকেশন মহিলা ফুটবল লিগের সাথেও যুক্ত। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি মেয়েদের খেলাধূলায় সাহায্য করতে পিপি পাবলিকেশন প্রতিশ্রুতি বদ্ধ। সবশেষে পি পি পাবলিকেশনের কর্ণধার প্রণব রায় জুটমিল ক্রিকেট একাডেমির সমস্ত প্রশিক্ষক ও খেলোয়াড়দের উদ্দেশ্য  শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। কোচদের তরফ থেকে মনোজিৎ ও অরূপ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *