কলকাতা, ১১ মার্চ (হি.স.) : “১৯৪৫ সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন।
আজ অপেক্ষার অবসান হল।” সিএএ-র বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। আজ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে স্মরণ করি এবং পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করি।
জয় হরিবোল।”