রায়পুর, ৯ মার্চ (হি.স.) : মোদী সরকারের শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে তিনি বলেছেন, এই কথা আমি বলছি না, নীতি আয়োগ এই কথা বলছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার ছত্তিশগড়ের রায়পুরে ”কিষান মহাকুম্ভ”-তে বক্তৃতা রাখেন। তিনি বলেছেন, “কেন্দ্রে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হলে আমরা একজন মানুষকেও দারিদ্র্যসীমার নিচে থাকতে দেব না।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, “২০১৪ সালের আগে কংগ্রেস সরকারের আমলে কৃষি বাজেট ছিল মাত্র ২৫ হাজার কোটি টাকা, যা এখন বিজেপি সরকারের আমলে বেড়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা হয়েছে। ধানের বর্তমান এমএসপি-তে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া হয়েছে।”