BRAKING NEWS

আপডেট…অসম-অরুণাচল-ত্রিপুরার লোকসভা প্রার্থীদের তালিকা ঘোষণা বিজেপির

নয়াদিল্লি, ২ মাৰ্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্য অসম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিজেপি।

আজ নয়াদিল্লিতে দলের সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় মহাসচিব অরুণ সিং।

প্রকাশিত তালিকা অনুয়ায়ী গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি অসমের মোট ১৪-এর মধ্যে ১১টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি তিন আসনের মধ্যে বিজেপির জোটশরিক দুই আঞ্চলিক দল যথাক্রমে অসম গণ পরিষদ (অগপ) দুটি এবং বড়োল্যান্ডের ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) একটি আসনে প্রার্থী দেবে।

প্ৰকাশিত অসমের তালিকায় বেশ কয়েকজন প্ৰথমসারির নেতা রয়েছেন। তাঁদের মধ্যে ১ নম্বর করিমগঞ্জে বিদ্যমান সাংসদ কৃপানাথ মালাহ, ২ নম্বর তফশিলি জাতি সংরক্ষিত শিলচরে নতুন মুখ তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, ৩ নম্বর তফশিলি জনজাতি সংরক্ষিত ডিফুতে নতুন মুখ অমর সিং তিসো, মর্যাদাসম্পন্ন ৭ নম্বর গুয়াহাটি আসনে বিজুলি কলিতা মেধি, ৮ নম্বর দরং-ওদালগুড়িতে বিদ্যমান সাংসদ দিলীপ শইকিয়া, ৯ নম্বর তেজপুরে রঞ্জিত দত্ত (নতুন মুখ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী), ১০ নম্বর নগাঁওয়ে নতুন মুখ সুরেশ বরা, ১১ নম্বর কাজিরাঙায় বিদ্যমান সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, ১২ নম্বর যোরহাটে বিদ্যমান সাংসদ তপন গগৈ, ১৩ নম্বর ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং ১৪ নম্বর লখিমপুরে বিদ্যমান সাংসদ প্রদান বরুয়া।

প্ৰসঙ্গত অসমের ১৪টি আসনের মধ্যে ১১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। জোটশরিক অগপ-কে দুটি আসন বরপেটা ও ধুবড়ি এবং একটি আসন কোকরাঝাড়ে ইউপিপিএল-এর জন্য ছেড়েছে পদ্মশিবির।

এদিকে ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটি ত্রিপুরা পশ্চিম আসনে বিদ্যমান রাজ্যসভা সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রার্থী করেছে দল। এই আসনে গতবার সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। আরেকটি ত্রিপুরা পূর্ব আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে অরুণাচল প্রদেশের মোট দুটি আসনের দুটিতেই প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিজেপি। তালিকা অনুযায়ী ১ নম্বর অরুণাচল পশ্চিমে বিদ্যমান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং ২ নম্বর অরুণাচল পূর্বে তাপির গাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *