বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসাবে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের উদ্যোগে জেলা স্তরের এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।

এই সচেতনতামূলক শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সুখময় নাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ।

এই সচেতনতামূলক শিবিরে কেমন করে কন্যা সন্তানদের রক্ষা করতে হবে এবং কন্যা সন্তানরা বিভিন্ন যুগে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা তুলে ধরা হয়। আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা গ্রামে-গঞ্জে কাজ করে চলেছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝানো এবং কি করে কন্যা সন্তান রক্ষার্থে সচেতনতামূলক দৃষ্টিভঙ্গির উদ্ভব করা যায় তা নিয়ে বোঝানো হয়।

উদ্বোধক বিশ্ব বন্ধু সেন বলেন যুগ যুগ ধরে মেয়েরা নির্যাতনের শিকার হয়ে চলেছে। উদাহরণস্বরূপ সীতা এবং দ্রৌপদীর কাহিনী তুলে ধরেন। এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এবং মেয়েদের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পথ দেখাতে সচেষ্ট হয়ে কাজ করে চলেছে। প্রত্যেকের বক্তব্যে কন্যা সন্তানদের রক্ষার্থে গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *