BRAKING NEWS

প্রধানমন্ত্রী মোদী নয়, তাঁর পাশে বসে থাকা ৯০ জন ব্যক্তি দেশ চালান : রাহুল গান্ধী

প্রতাপগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী নয়, তাঁর পাশে বসে থাকা ৯০ জন ব্যক্তি দেশ চালান, সোমবার এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। সোমবার উত্তর প্রদেশের প্রতাপগড়ে কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী বিজেপি তথা প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দেন।

রাহুল গান্ধী এদিন অভিযোগের সুরে বলেন, প্রধানমন্ত্রী মোদী বাজেট সম্পর্কে কিছুই জানেন না, তিনি শুধু বক্তৃতা দেন। তাঁরসঙ্গে বসে থাকা ৯০ জন ব্যক্তিই ভারত সরকার চালায়।

কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রতাপগড়ে যান। সেখানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন জন্মেছিলেন তখন তিনি সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন, তারপর তাঁর জাত(কাস্ট) পরিবর্তন করে ওবিসি করা হয়। এসব আপনারা টেলিভিশনগুলিতে দেখতে পাবেন না। তিনি কটাক্ষ করে এও বলেন যে উপজাতি, দলিত, ওবিসি সম্প্রদায়ের কত টাকা আছে কেউ জানে না, সবই সমীক্ষা করলে জানা যাবে। তখনই বোঝা যাবে যে সাধারণ শ্রেণীর কত টাকা আছে আর উচ্চ শ্রেণীর কত অর্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *