কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ভোট ঘোষণার কথা মার্চে। তার আগেই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপি-তে। চাঙা হয়ে উঠেছে গেরুয়া শিবির।
মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসার কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্য বিজেপি চাইছে, মোদী ৬ মার্চ বাংলায় এসে বারাসতে সভা করুন এবং সেই সভায় সন্দেশখালিতে মহিলা ‘নিগ্রহ’ নিয়ে ভাষণ দিন।
২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সব কিছু ঠিকঠাক চললে ওই দিন মায়াপুরে ইস্কনের মন্দিরে যেতে পারেন তিনি। সেখানে মন্দির দর্শনের পরে রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন শাহ। সেই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় কোনও প্রকাশ্য সমাবেশ হবে না।