হাফলং (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্ৰায় এক মাস অতিক্রান্ত। কিন্তু এখনও পরিষদের নতুন কার্যনির্বাহী সমিতি গঠন হয়নি। ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ পদে মোহিত হোজাই এবং মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য পদে দেবোলাল গার্লোসা নির্বাচিত হয়েছেন। কিন্তু কার্যনির্বাহী সমিতি গঠনের কারণ এখনও অজ্ঞাত। তবে বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেবোলাল তাঁর কার্যনির্বাহী সমিতি গঠন পর্ব সম্পন্ন করবেন।
গত ৮ জানুয়ারি ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের ফলাফলা ঘোষণা করা হয় ১২ জানুয়ারি। পরিষদের ২৮টি আসনের মধ্যে ২৫টি আসনে বিজেপি জয়লাভ করে। এখন পরিষদের নতুন কার্যনির্বাহী সদস্য পদে এঁদের মধ্যে কে কে অন্তৰ্ভুক্ত হবেন, এ নিয়ে চলছে বিশ্লেষণ।
জানা গেছে, প্রাথমিক অবস্থায় বিজেপির ২৫ জন সদস্যের মধ্যে ১০ জনকে কার্যনির্বাহী সমিতিতে অন্তৰ্ভুক্ত করা হতে পারে। এবারের পরিষদের নির্বাচনে মাহুর ও দিয়ুংব্রা আসনে বিজেপির দুই মহিলা প্রার্থী প্রবীতা হোজাই ও রূপালী লাংথাসা জয়ী হয়েছেন। তাই তাঁদের মধ্যে প্রবীতা হোজাইকে কার্যনির্বাহী সদস্য পদে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এছাড়া রূপালী লাংথাসাকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ করা হতে পারে, জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রের খবরে।
তাছাড়া জানা গিয়েছে, প্রাথমিক অবস্থায় যে ১০ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হবে, তার মধ্যে বেশিরভাগ সদস্য হতে পারেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পূর্ববর্তী কার্যনির্বাহী সদস্যরা।