নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কৃষ্ণপত্র প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষ্ণপত্র প্রকাশ করেছেন। কৃষ্ণপত্র প্রকাশ করার পর খাড়গে বলেছেন, দেশে গণতন্ত্রের জন্য বিপজ্জনক পরিস্থিতি বিরাজমান। তাঁরা অনেক কংগ্রেস সরকারের পতন ঘটিয়েছে। তাঁরা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা বেকারত্বের মূল বিষয়টি উত্থাপন করছি, যা নিয়ে বিজেপি কখনও কথা বলে না…কেরল, কর্ণাটক, তেলেঙ্গানার মতো অ-বিজেপি রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হচ্ছে।” খাড়গের কথায়, “আমরা সরকারের বিরুদ্ধে ”কৃষ্ণপত্র” প্রকাশ করেছি। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে নিজের মতামত তুলে ধরেন, তখনই তিনি নিজের ব্যর্থতা লুকিয়ে রাখেন। একই সঙ্গে সরকারের ব্যর্থতার কথা বললে গুরুত্ব দেওয়া হয় না। তাই কৃষ্ণপত্র প্রকাশ করে আমরা জনগণকে সরকারের ব্যর্থতার কথা জানাতে চাই।” খাড়গে বলেছেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব, কিন্তু মোদী সরকার কখনই এটা নিয়ে কথা বলে না। তাঁরা সর্বদা ১০ বছরের তুলনা করে, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুজির কৃতিত্বের কথা বলে না। এমনকি যে রাজ্যে বিজেপির সরকার নেই, সেখানে কেন্দ্রীয় সরকার মনরেগার টাকাও দেওয়া হয় না, পরে বলা হয় টাকা ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু খরচ হয়নি।”
খাড়গে আরও বলেছেন, “দেশে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, কিন্তু তা কমানোর পরিবর্তে কংগ্রেসের সঙ্গে তুলনা করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী সরকার চাইলে ডাল, তেল-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাঁর বন্ধুদের উপকার করতে বাইরে থেকে জিনিস আমদানি করেন।” খাড়গের কথায়, “তিনি কালো আইনের বিরুদ্ধে কৃষকরা এক বছর ধরে ধর্মঘটে বসে থাকলেও, সরকার তাঁদের গুরুত্ব দেয়নি। প্রধানমন্ত্রী মোদী কৃষকদের বলেছিলেন, আপনারা আরও এমএসপি পাবেন এবং আয় দ্বিগুণ হবে, কিন্তু কিছুই করেননি। বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও কৃষক নিয়ে সংসদে কিছু বলেন না প্রধানমন্ত্রী মোদী।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি নন : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি। জোর দিয়ে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওডিশার ঝারসুগুড়ায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ওবিসি ক্যাটাগরিতে জন্মগ্রহণ করেননি। তিনি গুজরাটে তেলি জাতিতে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে বিজেপি এই সম্প্রদায়কে ওবিসি ট্যাগ দিয়েছিল। তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নিজের সারা জীবনে জাতিগত জনগণনা হতে দেবেন না, কারণ তিনি ওবিসিতে জন্মগ্রহণ করেননি, তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন।”
দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “দেশে এখন ভয়াবহ সামাজিক অবিচার চলছে। আপনারা জিএসটি প্রদান করেন এবং আদানির মতো লোকেরা তা উপভোগ করেন। কারণ আদানি খনি কেনে, রাস্তা ও সেতুর জন্য টেন্ডার নেয় এবং মিডিয়া নিয়ন্ত্রণ করে। তখন একই মিডিয়া আমাদের প্রশ্ন করে, কেন আপনারা জাতিগত জনগণনার কথা বলছেন?”

