জাতীয় সেবা প্রকল্পের সাত দিনব্যাপী শিবিরে রক্তদানের মাধ্যমে প্রথম দিন শুরু

নিজস্ব প্রতিনিধি, মনুঘাট, ৩১ জানুয়ারি: জাতীয় সেবা প্রকল্পের সাত দিনব্যাপী শিবিরের আয়োজন করা হয় মনুঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ইস শিবিরের উদ্বোধন করেন সমাজসেবী ব্রজলাল ত্রিপুরা।  রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজ প্রথম দিনের অনুষ্ঠানসূচি শুরু হয়। রক্তদান শিবিরে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়।

এদিন মোট ১৫ জন রক্তদাতা রক্ত দান করেন। বক্তব্য রাখতে গিয়ে ব্রজবাববাবু বলেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে সেবামূলক ভাবনার উদয় ঘটাতে হবে। ছাত্র-ছাত্রীদের মানব সেবায় ব্রতী হতে হবে। প্রোগ্রাম অফিসার জয়ন্ত ভৌমিক জানান এই শিবিরে সাতদিনব্যাপী ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী দীনেশ দেববর্মা, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জনার্দন দাস সহ অন্যান্যরা। মহকুমার অন্তর্গত ছামনু লবনছড়া ভিলেজের লালডিঙ্গা পাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়।  লালডিঙ্গা, তুইচন্দ্রপাড়া সহ বিভিন্ন পাড়া  থেকে  ৩০০ পরিবারের শিবির অংশগ্রহণ করে। তাদের মধ্যে  ৯৮ জন বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা নেন।

 ঔষধপত্রের পাশাপাশি গ্রামবাসীদের  মধ্যে  মশারি,  বিছানা চাদর, খেলার সামগ্রী বিতরণ করা হয়। তাছারা ৭৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে কলম ও খাতা বিতরণ করা হয়। প্রয়াস মিটিংয়ে গ্রামবাসীদের নিয়ে স্বাস্থ্য, পানীয়জল সংরক্ষণ,  শিশুশিক্ষা ও  মারন ড্রাগসের নেশা থেকে  যুবকযুবতিদের দূরে রাখার বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়। আজকের অনুষ্ঠানে কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ছাড়াও  অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অমৃত দেববর্মা, অষ্টম ব্যাটেলিয়ান টিএসআরের অন্যান্য আধিকারিক সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *