সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগীতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জানুয়ারি: সমস্ত রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগীতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আজ ভারত সর্দার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সব্জি প্রদর্শনী শিবিরে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দাবি, আত্মনির্ভর হওয়ার জন্য কৃষি জমির উন্নতি করতে হবে। সেক্ষেত্রে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 

এদিন তিনি বলেন, রাজ্যে বিভিন্ন ব্লকের মধ্যে তুলাশিখর, দামছড়া, দশদা, রইশ্যাবাড়ি, মুঙ্গিয়াকামী, ডুম্বুরনগর, রূপাইছড়ি, শিলাছড়ি, গঙ্গানগর, অম্পি, ছামনু  সহ ১২টি ব্লককে উন্নত করা না সম্ভব হলে তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সার্থক রূপ নেবে। সেক্ষেত্রে ওই ব্লকগুলিতে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রাণিসম্পদ, মৎস এই সমস্ত দপ্তরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

সাথে তিনি যোগ করেন, তুলাশিখর কৃষি মহকুমায় মোট ১ লক্ষ ৪৩হাজার ২৮১ কানি জমি রয়েছে। তার মধ্যে বনভূমি রয়েছে ৬৮৮৮১কানি। চাষ যোগ্য জমির পরিমাণ মাত্র ৩৫৭৮৮ কানি। তাঁর কথায়, তুলাশিখরে মোট কৃষকের সংখ্যা ৫৮২৩ জন। পাট্টা প্রাপক রয়েছেন ৩২০০ জন। তাঁর সাফ কথা, কৃষি জমির উন্নতির মধ্য দিয়ে আত্মনির্ভর হতে হলে চাষ যোগ্য ৩৫ হাজার কানি জমিতে সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

পরিশেষে তিনি বলেন, খোয়াই জেলায় ২০ ১৮ সালে প্রতি হেক্টরে খাদ্যশস্য উৎপাদনের হার ছিল ২৬৬৫ কেজি। গত ৫বছরের মধ্যে খাদ্যশস্য উৎপাদনের হার বেড়ে দাঁড়িয়েছে ২৯৪৯ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *