মালদা, ৩১ জানুয়ারি (হি. স.) : মালদায় পৌঁছে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার পদযাত্রা ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁকে কাছ থেকে দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। রাস্তায় দাঁড়িয়ে থাকা উচ্ছ্বসিত পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। অনেকেই তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন। আবার অনেকে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণামও করেন।
এদিনও একটি শিশুকে দেখতে পেয়ে নিজের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। পদযাত্রার মাঝেই তিনি একটি কালীমন্দিরে গিয়ে পুজো দেন। এরপর ফের যাত্রা শুরু করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যাত্রায় পা মিলিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যরা।
লোকসভা নির্বাচনের আগে পাঁচদিনের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই তিনি মালদায় পৌঁছে যান। বুধবার মালদায় পদযাত্রা করেন তিনি। এরপর সরকারি কর্মসূচি শেষে এদিনই তিনি মুর্শিদাবাদ যাবেন। সেখানকার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর পৌঁছোবেন। সেখানে রাত্রিবাস করে পরদিন সেখানে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। ১ ফেব্রুয়ারি ওই কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।
2024-01-31